চট্টগ্রামে থানার কাছেই ছুরিকাঘাতে যুবক নিহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
28 November 2025, 10:51 AM
UPDATED 28 November 2025, 17:09 PM

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার প্রায় ৩০০ গজ দূরে জেলা পরিষদের বিপরীত পাশের সড়কে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩২)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা হলেও নগরের ফিরিঙ্গি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি করিম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে। কোতোয়ালি থানার টহল দল ভোর ৪টা নাগাদ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাটি তদন্ত করছি।'

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।