চট্টগ্রামে ‘সড়ক দুর্ঘটনায়’ নৌবাহিনীর সদস্য নিহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
8 December 2025, 12:46 PM

চট্টগ্রামের হাটহাজারী সড়ক থেকে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে চট্টগ্রাম–হাটহাজারী সড়কের চিকনদন্ডি ইউনিয়নের বড়দিঘিপাড় এলাকায় মরদেহটি পাওয়া যায়।

প্রাথমিক প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাটহাজারীর বড়দিঘিপাড় এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।'

তিনি বলেন, 'ঘটনা তদন্তে টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।'