কলম্বিয়ায় গভীর খাদে পড়ল বাস, ১৬ শিক্ষার্থী নিহত

By স্টার অনলাইন ডেস্ক
15 December 2025, 03:08 AM

উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থীর প্রাণ গেছে। এর সঙ্গে চালকও নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন উদ্‌যাপনে গিয়েছিল। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছর। তারা মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের শিক্ষার্থী।

কলম্বিয়া উপকূলের ক্যারিবীয় সমুদ্রসৈকত থেকে ফিরছিল তারা। বাসটি প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদোন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মাধ্যমে রেনদোনের পোস্ট করা ভিডিওতে এক আহত ব্যক্তি বলছিলেন, 'আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনি। তারপর আর কিছু মনে নেই।'

গ্র্যাজুয়েশন উদ্‌যাপনে শিক্ষার্থীরা নিজেদের খরচে ক্যারিবীয় শহর টোলু ও কোভেনাসে গিয়েছিল। দুর্গম খাদ থেকে আহতদের স্ট্রেচারে করে তুলে আনা হয়।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনাস্থল এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে এক গেরিলা গোষ্ঠী সক্রিয়। তাই উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মী ও পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়।

ইএলএন বিদ্রোহীরা রোববার থেকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ৭২ ঘণ্টা বাণিজ্যিক যাতায়াত এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। ওই সময় তারা সামরিক মহড়া চালাবে।

সড়ক কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।