চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার
চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ সকালে নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও তার এক সহকর্মী ছিলেন।
আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমসের হাউসে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এ বিভাগটি নিষিদ্ধ পণ্য শনাক্ত ও আটকের বিষয়ে কাজ করে।
কাস্টমস ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন দুই রাজস্ব কর্মকর্তা। পথিমধ্যে গাড়িটি জাম্বুরি মাঠের কাছে সিডিএ ১ নম্বর গেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন মুখোশধারী ব্যক্তি সেটির গতিরোধ করেন। হামলাকারীরা এসময় গাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলেন। প্রাণ বাঁচাতে দুই রাজস্ব কর্মকর্তা গাড়ি থেকে নেমে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
হামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডিপুটি কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, 'দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে হামলার চালিয়েছে। একপর্যায়ে তারা "গুলি কর, গুলি কর" বলেও একে অপরকে নির্দেশনা দিচ্ছিল। ওই দুই কর্মকর্তা গাড়ি ছেড়ে দৌড় দেওয়ায় প্রাণে বেঁচে যান। আমরা ইতোমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছি।'
তারেক আরও বলেন, 'সম্প্রতি কাস্টমস কয়েকটি চক্রের আমদানি করা চোরাচালানের পণ্য জব্দের পাশাপাশি মাল খালাসের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। এতে একাধিক সিন্ডিকেট ক্ষুব্ধ হয়।'
এর আগেও, এসব চক্র আসাদকে হুমকি দিয়েছিল বলে জানান তিনি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিসি পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির বলেন, 'হামলাকারীদের শনাক্তে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।'