পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় বাসে আগুন
মালঞ্চ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
রাজধানী পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদস্যরা এসে থেমে থাকা মালঞ্চ পরিবহনের বাসটির আগুন নিভিয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।'
'ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়,' বলেন তিনি।