চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৮

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
29 October 2025, 05:42 AM
UPDATED 29 October 2025, 11:54 AM

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় যুবদলের দুই পক্ষের গোলাগুলিতে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৪০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ভোরে বাকলিয়া এক্সেস রোডের বগার বিলমুখ এলাকায় রাজনৈতিক ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও সাবেক নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ (২২) নামের ওই ছাত্রদল কর্মী নিহত হন।

মঙ্গলবার রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে বাকলিয়া থানায় এই মামলা করেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতভর বাকলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জন মামলার এজাহারভুক্ত আসামি।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ বুধবার আদালতে হাজির করা হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত আছে।'