কড়াইলে ক্রাউডসহ সীমাবদ্ধতা প্রচুর, আগুন নেভাতে সমস্যা হচ্ছে: ফায়ার সার্ভিস

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 16:28 PM
UPDATED 25 November 2025, 22:35 PM

কিছু সীমাবদ্ধতার কারণে রাজধানীর কড়াইল বস্তির আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। 

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'ক্রাউড ঠেলে আমাদের আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এখানে প্রচুর ক্রাউড।'

তিনি বলেন, 'বস্তির পূর্ব-উত্তর দিকের আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আগুনের বিস্তার ধীরে ধীরে কমছে।'

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এখন আগুন নির্বাপণে কাজ করছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, 'পূর্ব-উত্তর দিকের আগুনের তীব্রতা কমাতে পারলে বলা যাবে যে আগুনটাকে আটকে ফেলেছি। পরে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের উৎস আছে।'

'যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারব,' যোগ করেন তিনি।

আগুন নেভাতে সময় লাগছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কারণ সীমাবদ্ধতা প্রচুর। আমাদের গাড়ি ভেতরে আসতেই পারছে না। এই বিশাল এলাকায় বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'এখানে প্রচুর ক্রাউড রয়েছে। বিশৃঙ্খল ক্রাউডও আছে যারা সমস্যা করছে।'