রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2024, 10:26 AM
UPDATED 24 March 2024, 17:50 PM

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে। 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কন্ট্রোল রুম থেকে আরও জানানো হয়, বিকেল সাড়ে ৫টার দিকে বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, আগুনে এখন পর্যন্ত অন্তত ২০০টি ঘর পুড়ে গেছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য আশেপাশের কয়েকশ ঘর ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে।