চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু
স্টার ডিজিটাল গ্রাফিক্স
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, ওই ব্যক্তি লাইনের ওপর বসে ছিলেন।
'দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,' বলেন শহীদুল।
তিনি আরও বলেন, 'ওই যুবক চেকচেক লুঙ্গি এবং বেগুনি ও হালকা কমলা রঙের টি-শার্ট পরে ছিলেন। এখনো তার পরিচয় জানা যায়নি।'