লাইনে থেমে যাওয়া অটোরিকশাকে টেনে নিয়ে গেল ট্রেন, মা-মেয়ে নিহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
2 October 2025, 14:18 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে থেমে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিয়ে টেনে প্রায় ৩০ গজ দূর নিয়ে যায়। 

এতে অটোরিকশার দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মৌলভীপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মসুদা আক্তার (৫০) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৮)। 
দুর্ঘটনায় মসুদার স্বামী বদিউল আলম ও এক বছর বয়সী নাতি সাফওয়ান আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রেললাইনে উঠতেই সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ও পুরুষ যাত্রীরা সেটিকে নামানোর চেষ্টা করছিলেন। তখনই ঢাকাগামী মহানগর এক্সপ্রেস এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এরপর ট্রেনটি অটোরিকশাটিকে টেনে প্রায় ৩০ গজ দূরে নিয়ে যায়।'

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা–মেয়ের মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, এক আত্মীয়ের জানাজা শেষে বদিউল ও তার পরিবার বাড়ি ফিরছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।