চলন্ত ট্রেন থেকে পড়ে আহত স্টেশন মাস্টার
মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুতে ঢাকা–কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইকবাল হোসেন বাংলাদেশ রেলওয়ের লাকসাম জংশনের স্টেশন মাস্টার। তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
চট্টগ্রামের জান আলী হাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পেছনের গার্ড ব্রেক বগির দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে বাইরের দৃশ্য ধারণ করছিলেন ইকবাল। হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। এতে তার মাথা ফেটে গেছে।'
দুর্ঘটনার পর কালুরঘাট সেতুর গেটম্যান দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেন। পরে সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, ট্রেন পরিচালক গার্ড ব্রেকের দরজাটি খুলেছিলেন সবকিছু ঠিক আছে কি না দেখতে। তখন ওই স্টেশন মাস্টার দরজার গিয়ে মুঠোফোন ব্যবহার করছিলেন। সে সময় এ দুর্ঘটনা ঘটে।