রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

By স্টার অনলাইনর রিপোর্ট 
29 June 2025, 05:03 AM

রাজধানীর উত্তরা ও বিজয় সরণিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাত ও ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

উত্তরায় নিহত তিনজন হলেন—অমিত, নাইমুল হক ও জাবেদ আলম খান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাত আড়াইটার দিকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হন।

তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান ও একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

এদিকে বিজয় সরণিতে ভোর ৪টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেট এলাকার দিকে যাওয়ার সময় একটি হায়েস মাইক্রোবাস ধাক্কা দেয়।

তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যান। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।