হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লালিয়ারহাটের মিস্ত্রিঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইফতেখার হাসান ও মাহমুদুল হাসান। তারা হাটহাজারী পৌরসভার চানগাজী চৌধুরী বাড়ির বাসিন্দা।
রাউজান হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল্লাহ দ্য ডেইলি স্টার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর সাড়ে চারটার দিকে তারা সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম থেকে হাটহাজারী ফিরছিলেন। তখন একটি গাড়ি তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইফতেখার হাসান ঘটনাস্থলেই মারা যান, আর মাহমুদুল হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।