২৪ আগস্ট শ্রীলঙ্কায় ফিরতে পারেন গোতাবায়া রাজাপাকসে

By স্টার অনলাইন ডেস্ক
17 August 2022, 12:02 PM
UPDATED 17 August 2022, 18:09 PM

আগামী ২৪ আগস্ট দেশে ফিরতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আজ বুধবার শ্রীলঙ্কার প্রাক্তন রুশ রাষ্ট্রদূত উদয়াঙ্গা উইরাতুঙ্গা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইল মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট দেশের সেবা করতে চান।

তিনি আরও বলেন, তারিখ পরিবর্তন হতে পারে। আমি আজ দায়িত্ব নিয়ে বলছি তবে, পরে তারিখ পরিবর্তন হতেও পারে।

গোতাবায়া রাজাপাকসে আবার রাজনীতিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি একজন চতুর রাজনীতিবিদ নন, একজন চতুর কর্মকর্তা। আমি মনে করি না মানুষের আবারও বোকামি কার উচিত হবে। কারণ রাজনীতিবিদ হিসেবে তিনি বুদ্ধিমান নন। তিনি একজন বুদ্ধিমান সামরিক কর্মকর্তা।