দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

By স্টার অনলাইন ডেস্ক
11 July 2022, 12:18 PM

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেছেন। 

আজ সোমবার বিকেলে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ডেইলি মিরর বলছে, ৯ জুলাইয়ের বিক্ষোভের পর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি জাহাজে থাকা রাজাপাকসে আজ দেশ ত্যাগ করেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রাজাপাকসে আগামী ১৩ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করবেন। এরপর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।