শেষ সময়েও ইহুদিদের মন জয়ের চেষ্টায় জোহরান মামদানি
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ঠিক আগে ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী একটি অংশের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে এই সমর্থনকে কেন্দ্র করে সম্প্রদায়টির নেতাদের মধ্যে বিভক্তিও প্রকাশ্যে এসেছে। ওই গোষ্ঠীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমাকে সমর্থনের কথা জানিয়েছেন।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ এই ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
আজ সোমবার পত্রিকাটি জানিয়েছে, নিউইয়র্কে বসবাসকারী ইহুদিদের মধ্যে হাসিদি সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর এই বিভক্তি নিউইয়র্কের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে সমালোচনামুখর হওয়ায় জোহরান মামদানির ওপর অনেক ইহুদি ভোটার নাখোশ। এমন পরিস্থিতিতে ইহুদিদের একটি কট্টরপন্থি গোষ্ঠীর সমর্থন পাওয়াকে মামদানির জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সমর্থন পেয়ে জোহরান মামদানি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, 'আজ উইলিয়ামসবার্গে ইহুদি ধর্মীয় নেতা ও একটি প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন পেয়ে সম্মানিত বোধ করছি। আমরা একসঙ্গে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়ব। নিউইয়র্ক নগরীকে সবার বসবাসের জন্য উপযুক্ত করে গড়ে তুলবো।'
অন্যদিকে, কুয়োমোর ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টে বলা হয়—'সাতমার সম্প্রদায়ের (ওই ইহুদি গোষ্ঠীর মূল পরিচয়) ভালো বন্ধুরা আমাকে সমর্থন দেওয়ায় আমি সম্মানীত বোধ করছি।'
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, নিউইয়র্কের ভোট নিয়ে ইহুদিদের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এলেও যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো জোহরান মামদানির প্রতি ইহুদিদের সমর্থন ক্রমশই বাড়ছে। নিউইয়র্কের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠীর সমর্থন পাওয়ার ঘটনাটি নিঃসন্দেহে ওই প্রার্থীকে উজ্জ্বীবিত করবে।
নিউইয়র্কের রাজনীতিতে এই ইহুদি গোষ্ঠীটি বেশ প্রভাবশালী। ২০১৩ সালে তাদের প্রায় সাড়ে সাত হাজার ভোটের জোরেই ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র পদে বিল ডি ব্লাসিও মনোনয়ন পেয়েছিলেন বলে ধারণা করা হয়। ফলে তাদের সমর্থন যেকোনো প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, এই গোষ্ঠীরই তৃতীয় একটি অংশ সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে। তবে তারা জোহরান মামদানির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে নিজেদের দূরে রাখার কথা বলছে।
এর আগেও মামদানিকে ইহুদি ভোটারদের মন জয়ের চেষ্টা করতে দেখা গেছে। গত সেপ্টেম্বরে তিনি প্রগতিশীল ইহুদিদের একটি সিনাগগে ইহুদি নববর্ষের অনুষ্ঠানে যোগ দেন। ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত এই প্রার্থী এর আগেও বিভিন্ন সময় সিনাগগে গিয়েছিলেন। প্রতিবারই তিনি ভোটারদের এই বলে আশ্বস্ত করেছেন যে, তিনি এমন একটি নিউইয়র্ক গড়তে চান, যেখানে ধর্ম-ভাষা বা জাতিগত পরিচয় কারও উন্নতির পথে বাধা হবে না। ভিন্ন পরিচয়ের কারণে কাউকে অপদস্থ হতে হবে না।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, তার এই বার্তা ততই গুরুত্ব পাচ্ছে।


