মৃত্যু ২৮ হাজার ছাড়াল

By স্টার অনলাইন ডেস্ক
11 February 2023, 15:24 PM
UPDATED 12 February 2023, 21:25 PM

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। 

বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা কর্মীদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ ও সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। ২ দেশ মিলিয়ে মোট ২৮ হাজার ১৯১ জন মানুষ মারা গেছেন।

কর্মকর্তারা আরও জানান, এই ভূমিকম্পে ১২ হাজার ১৪১ ভবন পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

turkey earthquake.jpeg
তুরস্কের আদিয়ামান শহরে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সম্মিলিত দলের উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এদিকে, দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পকে '১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা' বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অন্তত ২ কোটি ৬০ লাখ মানুষ এই ভূমিকম্পে প্রভাবিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, শনিবার তারা তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দাতাদের কাছে ৪২ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছে।