তুরস্কে কিশোরীকে জীবিত ও ৩ জনের মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

By স্টার অনলাইন রিপোর্ট 
10 February 2023, 16:39 PM
UPDATED 12 February 2023, 18:15 PM

তুরস্কে এক কিশোরীকে জীবিত এবং তিন জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

আজ শুক্রবার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জীবিত ওই কিশোরীর বয়স ১৭ বছর বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পৌঁছায়। 

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এবং ৯ তারিখ রাত পৌনে ১০টার দিকে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। 

সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।