মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শুরু ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম
মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকালে বিভাগটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফরোজা খানম রিতা।
রিতা জানান, ডায়ালাইসিস বিভাগটি দুটি বেড দিয়ে শুরু হলেও শিগগির ১০ বেডে উন্নীত হবে।
এটি ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং রোগীদের সেবা যথাযথ ও সুলভমূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নু মানুষের সেবা নিশ্চিত করার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। ব্যবসা করার জন্য এটি প্রতিষ্ঠা করেননি। এই ডায়ালাইসিস কার্যক্রম চালু হওয়ার মধ্য দিয়ে তার স্বপ্নপূরণের পথে আরও একধাপ এগোনো গেলো। মানুষ খুব সহজে ও সুলভে এখান থেকে সেবা নিতে পারবেন।'
এ সময় মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।