খাবারের খোঁজে লোকালয়ে মেছো বাঘ, আটকের পর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
29 November 2025, 14:41 PM
UPDATED 29 November 2025, 20:49 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাছ ধরার পলো দিয়ে একটি মোছো বাঘ আটক করেছেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর বাঘটি মারা গেছে।

আজ শনিবার উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রামের পাশের ঝোপঝাড় থেকে একটি মেছো বাঘ লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লে কয়েকজন জাল ও পলো দিয়ে মেছো বাঘটি আটক করে। এর কিছুক্ষণ পর প্রাণীটি মারা যায়। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মৃত মেছো বাঘটি উদ্ধার করে। 

সরফদিনগর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন, সকালে হাঁটতে বের হয়ে দেখি একটি মেছো বাঘ দৌড়াচ্ছে। পরে পলো দিয়ে বাঘটি আটক করি। আটক করার কিছুক্ষণ পরই বাঘটির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তাদের এলাকায়  কয়েকটি মেছো বাঘ দেখা গেছে। খাবারের অভাব বা নিরাপদ আশ্রয় হারানোর কারণে এসব বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। এতে গ্রামে উদ্বেগও বাড়ছে।

উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, মেছো বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী প্রাণীটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।  

তিনি আরও বলেন, মানব-প্রাণীর সহাবস্থানের এই সময়ে বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়ানো দরকার।