ইনকিউবেটরে জন্মানো ১৬ অজগর চুনতি অভয়ারণ্যে অবমুক্ত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
20 July 2023, 15:14 PM
UPDATED 20 July 2023, 21:53 PM

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেওয়া ১৬টি অজগর সাপ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

এছাড়া বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা আহত ১০টি সাপ চট্টগ্রাম চিড়িয়াখানায় সুস্থ করে আজ বৃহস্পতিবার এখানেই অবমুক্ত করা হয়েছে।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ৪ বছরে মোট ৮০টি অজগরের জন্ম হয়। এ বছর জন্ম হয় ১৬টি। 

২০১৯ সাল থেকে চিড়িয়াখানায় অজগর সাপের ডিম সংগ্রহ করা হচ্ছে।

প্রথম ৩ বছরের ৬৪টি বাচ্চা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছিল। চুনতি অভয়ারণ্যে এবারের ১৬টি বাচ্চার সঙ্গে ১০টি বড় সাপও অবমুক্ত করা হলো।

বড় সাপগুলোর বয়স ৩-১৫ বছর। বিভিন্ন স্থানে আহত অবস্থায় কিংবা পাচারের সময় উদ্ধার করে এগুলোকে চিড়িয়াখানায় আনা হয়েছিল। 

৭ হাজার ৭৬৪ হেক্টরের চুনতি অভয়ারণ্যে ৫ ধরনের বনাঞ্চল আছে। অনেক প্রজাতির প্রাণী, পাখি, সরীসৃপের আবাসস্থল এ অভয়ারণ্য।