চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি ৬ ক্যাঙ্গারু, ৬ লামা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
21 October 2022, 02:59 AM
UPDATED 21 October 2022, 09:06 AM

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে।

হল্যান্ড থেকে ৬ ক্যাঙ্গারু ও ৬ লামা আমদানি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টায় এসব নতুন প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে।

laamaa.jpg
চট্টগ্রাম চিড়িয়াখানায় লামা। ছবি: স্টার

চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ নতুন প্রাণী আমদানির বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি বলেন, 'আজ সকাল ১০টায় সর্বসাধারণের জন্য এসব প্রাণী উন্মুক্ত করা হবে।'

বিদেশি নতুন প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করবে বলে আশা করেন তিনি।