ঈদে আসছে ‘জ্বীন ৩’

By স্টার অনলাইন রিপোর্ট
5 March 2025, 10:14 AM
UPDATED 5 March 2025, 17:03 PM

২০২৪ সালের ঈদের চলচ্চিত্র 'জ্বীন-২' সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের তৃতীয় কিস্তি 'জ্বীন ৩' আগামী ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে।

এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুর সজল। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান।

সুমন নামের একটি ছেলেকে নিয়ে সিনেমাটির গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বাস্তব গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলের গল্প দেখা যাবে। আশপাশের চেনাজানা বাস্তব জ্বীনের গল্প থাকছে নতুন সিনেমায়। বর্তমানে 'জ্বীন ৩' সিনেমার ডাবিং চলছে।