‘কন্যা’ গানে প্রাণবন্ত সজল-ফারিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
18 March 2025, 13:53 PM
UPDATED 19 March 2025, 08:55 AM

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'জ্বীন থ্রি' সিনেমাটি। সিনেমাটির 'কন্যা' শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে গতকাল সন্ধ্যায়। 

গানের ভিডিওতে দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়ার পোশাকে রঙের ছড়াছড়ি দর্শকদের মুগ্ধ করেছে। পাশাপাশি দুজনের নাচও প্রাণবন্ত লেগেছে বলে জানিয়েছেন অনেকেই।

ইতোমধ্যে গানটির ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বেশ কয়েকজন তারকা। 

গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান  ও দিলশাদ নাহার কনা।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে,‌ 'কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার।'

হরর ঘরানার সিনেমা 'জ্বীন থ্রি' নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।