নতুন সম্পর্কের কথা জানালেন বাঁধন

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
28 November 2025, 14:03 PM
UPDATED 28 November 2025, 20:26 PM

মাস দু-তিনেক হলো নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, তার জন্য নতুন করে সম্পর্কে জড়ানো বেশ কঠিন ছিল। কিন্তু কথা বলার জন্য, পাশে থাকার জন্য একজন সঙ্গী দরকার। তাই নতুন করে সম্পর্কে জড়িয়েছেন।

'রেহানা মরিয়ম নূর' সিনেমায় অভিনয় করে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কাজ করেছেন বলিউড ও টালিউডেও। ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভীতির কথা উল্লেখ করে বাঁধন বলেন, 'গত বছর আমার ব্রেকআপ হয়ে যায়। সেই সম্পর্ক চার বছরের ছিল। এরপর ২-৩ মাস হলো নতুন সম্পর্কে জড়িয়েছি। সত্যি বলতে, আমার কাছে সম্পর্ক বিষয়টি ভীতিকর। আমার আগের সংসার এবং অভিজ্ঞতার কারণে এই ভয় কাজ করে।'

কেন নতুন সম্পর্কে জড়ালেন, ব্যাখ্যায় তিনি বলেন, 'আমার জন্য সম্পর্কে জড়ানো কঠিন। কিন্তু দিন শেষে একজন সঙ্গী দরকার—কথা বলার জন্য, পাশে থাকার জন্য। সম্পর্ক মাত্র শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।'

অতীত স্মৃতি হাতড়ে বাঁধন বলেন, 'ছোটবেলায় প্রেম করেছিলাম, বাবা-মা বিয়ে দিয়েছিলেন। তারপর সংসার ভেঙে যায়। দ্বিতীয়বারও ভেঙে যায়। কাজেই আগের গল্পগুলো ভীতিকর। সেজন্য সামনের সিদ্ধান্ত কী হবে, তা সময়ই বলে দেবে।'

ব্যক্তিজীবনের পাশাপাশি নিজের কাজ নিয়েও কথা বলেন বাঁধন। নতুন দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। যার একটি নারীপ্রধান গল্প। বাঁধন বলেন, 'দুটোর গল্পই ভিন্ন। এটুকু বলব–কাজ দুটি ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। একটি সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ, আরেকটির চলছে।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, নির্বাচনের পর আরও দুটি নতুন সিনেমার শুটিং শুরু হবে। সেখানেও নতুন গল্প ও চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তিনি বলেন, 'আমি নারীপ্রধান গল্পে বেশি কাজ করতে চাই। সমাজে প্রভাব ফেলবে এবং ইতিবাচক ভূমিকা রাখবে সেসব সিনেমাও করতে চাই।'

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীদের হয়রানির বিষয়েও কথা বলেন বাঁধন। সম্প্রতি সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী শিল্পীরা 'সংখ্যা' লিখে যে প্রতিবাদ জানাচ্ছেন তাকে স্বাগত জানিয়েছেন তিনি।

বাঁধন বলেন, 'এটি ভালো উদ্যোগ। গত এক-দেড় বছরে, বিশেষ করে জুলাই আন্দোলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করা হয়েছে। যারা আমাদের মানসিকভাবে ভাঙতে চায়, এই প্রতিবাদ তাদের জন্য একটি বার্তা।