শাকিব-রাজ-মোশাররফ: ঈদে মুক্তির অপেক্ষায় যাদের সিনেমা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
6 May 2025, 15:22 PM

ঈদ মানেই বড় বাজেটের সিনেমা। ঈদের ছুটিতে দর্শকরা বেশি হলমুখী হওয়ায় এই সময়েই মুক্তি পায় ঢালিউডের বড় ব্লকবাস্টারগুলো। 

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ, দাগি, জংলি এখনো প্রদর্শিত হচ্ছে সিনেপ্লেক্সগুলোতে। প্রতিটি ছবিই ভালো ব্যবসা করেছে। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহাতেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু বড় বাজেটের চলচ্চিত্র। 

এই মুহূর্তে দর্শকদের আগ্রহের শীর্ষে আছে 'তাণ্ডব'। এখানে এক হয়েছেন ঢাকার ব্লকবাস্টার ছবির দুই কাণ্ডারি অভিনেতা শাকিব খান ও পরিচালক রায়হান রাফী। গত ঈদুল আজহায় ব্যাপক সাড়া ফেলেছিল এই জুটির ছবি 'তুফান'। এবার তাণ্ডবে নায়িকা হিসেবে সাবিলা নূর ও বিশেষ চরিত্রে জয়া আহসানও থাকছেন।  

তাণ্ডবের শুটিং এখনো চলছে। 

আগামী ঈদে মুক্তি পেতে পারে মোশাররফ করিম ও শরিফুল রাজ অভিনীত একটি ছবিও। সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ'-এর পোস্টার প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। 

সিনেমাটি কী ঘরানার, তা জানাতে নারাজ মোশাররফ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চমক থাকুক। দর্শকরা নতুনভাবে আমাকে দেখবেন এতটুকু বলতে পারি। বাকি গল্প পর্দায় হবে।'

এদিকে দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন জাহিদ হাসান। তার অভিনীত 'উৎসব' আগামী ঈদে মুক্তির অপেক্ষায় আছে। তানিম নূর পরিচালিত এই ছবিকে 'অন্যরকম গল্পের সিনেমা' বলে আখ্যা দিয়েছেন জাহিদ হাসান। 

বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভও। মিঠু খান পরিচালিত 'নীলচক্র'-তে তার বিপরীতে অভিনয় করবেন মন্দিরা চক্রবর্তী।

থ্রিলার ঘরানার এই সিনেমা 'পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো' হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দিরা।

আজমেরী হক বাঁধন অভিনীত সানী সানোয়ারের সিনেমা 'এশা  মার্ডার'-ও আসতে পারে এই ঈদে। এই চলচ্চিত্রে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

এছাড়া আলোক হাসান পরিচালিত, আদর আজাদ ও পূজা চেরি অভিনীত 'টগর' মুক্তির অপেক্ষার আছে। আদর আজাদ ঈদের আরেক ছবিতে শবনম বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন। 'পিনিক' নামের এই সিনেমায় বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। 

উপরে উল্লেখিত সবগুলো ছবি এবারের ঈদে মুক্তি নাও পেতে পারে। ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমার চূড়ান্ত লাইনআপ জানা যাবে শিগগির।