বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 05:46 AM

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করলেন। তার বরের নাম শুভংকর সেন। গতকাল সোমবার বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তারা।

বিয়ের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পূজা বলেন, 'গত একবছর ধরে আমাদের পরিচয়, বন্ধুত্ব। পারিবারিকভাবে গতকাল আমাদের বিয়ে হয়েছে। আমাদের জন্য আশীর্বাদ করবেন।'

শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।