পূজার ১০ গান কোটির ঘরে

By স্টার অনলাইন রিপোর্ট
1 September 2024, 14:03 PM
UPDATED 1 September 2024, 20:15 PM

সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার ১০টি গান কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। 

এরমধ্যে কোনো সিনেমার গান নেই। সবগুলো অডিওর একক, মিশ্র অ্যালবামে প্রকাশিত গান।

পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার কণ্ঠে গাওয়া মৌলিক ১০টা গান কোটির ঘর পার করেছে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তার কারণ, এই গানগুলো সব অডিওর একক-মিশ্র অ্যালবাম থেকে নেওয়া। কোনো সিনেমার গান নাই। একজন কণ্ঠশিল্পীর জন্য এটা অবশ্যই আনন্দের খবর। গানগুলোতে যারা আমার সহশল্পী, যারা লিখেছেন, সুর করছেন, বাজিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাদের সবার কাছে কৃতজ্ঞতা। '

পূজার কণ্ঠের গানগুলোর তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না (৮৪ মিলিয়ন), এত কাছে (৪১ মিলিয়ন), চুপি চুপি (৪০ মিলিয়ন), একটাই তুমি (৩৪ মিলিয়ন), তোমার আমার ভালোবাসা (৩১ মিলিয়ন), তুমি ছাড়া (৩০ মিলিয়ন), কেন বারে বারে (২৭ মিলিয়ন), মানে না মন (১৫ মিলিয়ন), মিউজিক ভিডিওতে আরেফিন রুমী ও পূজা, তোমায় ছেড়ে (১০ মিলিয়ন), সাত জনম (১০ মিলিয়ন)।