ভালোবাসা দিবসের নাটকে অভিনয়-গানে পড়শী

By স্টার অনলাইন রিপোর্ট
23 January 2025, 13:38 PM

সংগীতশিল্পী সাবরিনা পড়শী 'মনেরই রঙে রাঙিয়ে' নাটকে শুধু অভিনয় নয়, গানও গেয়েছেন। গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

নাটকে পড়শী অভিনয় করছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। আসন্ন ভালোবাসা দিবসে নাটকটি দেখা যাবে। 

'মনেরই রঙে রাঙিয়ে' লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা।

নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, 'যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।'

নাটকটিতে আরও অভিনয় করেছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।