ভিউয়ের পাশাপাশি দর্শক নাটকটা পছন্দ করেছে: পড়শী

By স্টার অনলাইন রিপোর্ট
22 March 2023, 12:47 PM
UPDATED 22 March 2023, 21:08 PM

কণ্ঠশিল্পী পড়শী গানের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করেন। বেশকিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

গত ভালোবাসা দিবসে প্রচারিত মহিদুল মহিম পরিচালিত 'ভালোবাসার তিন দিন' শিরোনামের একটি নাটক দর্শকরা বেশ পছন্দ করছে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন জোভান।

পড়শী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালোবাসার তিন দিন' নাটকটা প্রচার হওয়ার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এই নাটকটা করে অনেক আনন্দ পেয়েছি। এটা জোভান ভাইয়ার সঙ্গে আমার দ্বিতীয় নাটক।

'এই নাটকের পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। একটা নাটকের শুটিং যখন করি কিছু প্রত্যাশা থাকে। নাটকটি প্রচার হওয়ার পর যখন দর্শকদের ভালো লাগে তখন এক ধরনের ভালোলাগা তৈরি হয়।'

'ভালোবাসার তিন দিন নাটকটা ভিউয়ের পাশাপাশি দর্শক পছন্দ করছে এটা খুবই আনন্দের। এখন মনে হচ্ছে আমাদের কষ্ট সার্থক হয়েছে,' বলেন তিনি।

পড়শী অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটকের মধ্যে রয়েছে 'লাভ স্টেশন', 'মারিয়া ওয়ান পিস', 'শাদি মোবারক'। এছাড়া প্রচারের অপেক্ষায় রয়েছে 'মন জুড়ে' শিরোনামের একটি নাটক।