অ্যাভিয়েশন নিয়ে দেশেই পড়ার সুযোগ, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় 'অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে' ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি থেকে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা অ্যাভিয়েশন ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবেন। আবেদন প্রক্রিয়া আগামী ৯ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তির যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।
স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। যারা ২০২৪ সালে এইচএসসি পাস করেছেন তারাও ভর্তির আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা আবশ্যক। জিসিই 'ও' লেভেলে ন্যূনতম ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে ন্যূনতম ৩টি বিষয়ে (পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত) ন্যূনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।
স্নাতকোত্তর প্রোগ্রাম
বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন অনুষদের অধীনে স্নাতকোত্তর প্রোগ্রামেও ভর্তি নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট অনুষদের অধীনে 'এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট', অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে 'এমএসসি ইন স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং' ও 'এমএসসি ইন স্পেস সিস্টেমস ইঞ্জিনিয়ারিং' এবং অ্যাভিয়েশন স্ট্যান্ডার্ডাইজেশন, রেগুলেশনস অ্যান্ড সেফটি অনুষদের অধীনে 'এলএলএম ইন ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ল' এবং এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন প্রোগ্রাম। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং নির্দিষ্ট জিপিএ থাকা সাপেক্ষে এসব প্রোগ্রামে আবেদন করা যাবে। এমবিএ এবং অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন প্রোগ্রামের জন্য চাকরির অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় যা থাকবে
স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিতে ৪০, পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ২০ এবং ইংরেজিতে ১০ নম্বর থাকবে। দুই ঘণ্টায় নৈর্ব্যক্তিক ৬০ নম্বরের ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষাটিও ১০০ নম্বরের হবে, যার মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এর জন্যও সময় ২ ঘণ্টা।
গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন: ৯ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৫।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫।
প্রবেশপত্র ডাউনলোড: ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৬ ডিসেম্বর, ২০২৫, সকাল ১০:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://aaub.teletalk.com.bd) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১০০০ টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.aaub.edu.bd) ভিজিট করা যেতে পারে।