৬ ঘণ্টা পর সায়েন্সল্যাব ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা, শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
30 October 2024, 11:35 AM
UPDATED 30 October 2024, 17:46 PM

ছয় ঘণ্টা পর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।

প্রথমে তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয় এবং পরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এতে সকাল থেকেই মিরপুর রোড, নিউমার্কেট এলাকা, কাঁটাবন সড়ক, কাজী নজরুল অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।

এদিকে রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরতে ও শিক্ষাঙ্গনে ফিরে যেতে 'অনুরোধ' করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এক বিবৃতিতে তিনি বলেছেন, 'রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয়ে গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির কোথাও নেই।'