হামজা যখন ফটোগ্রাফার
বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই সব ক্যামেরার লেন্স ছিল বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকেই। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে জাতীয় স্টেডিয়ামে ২-২ ড্রয়ের ম্যাচে তিনি যেটা উপহার দিলেন, তা যে কোনো বাংলাদেশের ভক্তের জন্য আজীবন মনে রাখার মতো— দুর্দান্ত বাইসাইকেল কিকের পর নিখুঁত পানে্নকা পেনাল্টি।
একই ভেন্যুতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে উত্তাপ ছড়ানো এএফসি এশিয়ান কাপের বাছাই ম্যাচকে সামনে রেখে লাল-সবুজের ফুটবলাররা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন হামজাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়—তিনি মজা করে হাতে তুলে নিলেন ক্যামেরা, হয়ে উঠলেন এক পেশাদার ফটোগ্রাফার, মুখে লেগে থাকল চিরচেনা হাসি।
হামজাম্যানিয়ার জোয়ারে ভেসে যাওয়া সমর্থকদের শুভেচ্ছা জানালেন হাসিমুখে, তোলা দিলেন সেলফি, এমনকি এক কিশোর ভক্তের হাতে আঁকা নিজের স্কেচেও সই করে দিলেন এই সদা-হাস্যোজ্জ্বল লেস্টার সিটি মিডফিল্ডার। বাংলাদেশের জার্সি গায়ে পাঁচ ম্যাচে চার গোল করা হামজার ওপরই স্বাভাবিকভাবে দায়িত্ব থাকবে ভারত ম্যাচে দলকে উজ্জীবিত করার। হামজাকে অনুসরণ করে সবগুলো ছবি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী: ফিরোজ আহমেদ