সব সংস্করণেই আরও বেশি ম্যাচ চান শান্ত

By ক্রীড়া প্রতিবেদক
15 December 2025, 04:59 AM
UPDATED 15 December 2025, 18:32 PM

আগামী বছরে ঠাসা আন্তর্জাতিক সূচি নিয়ে একটুও উদ্বিগ্ন নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং তিন সংস্করণেই আরও বেশি ম্যাচ খেলতে আগ্রহী তিনি। তার মতে, বেশি বেশি ম্যাচ মানেই খেলোয়াড়দের জন্য বেশি সুযোগ, আর সেটাই সবচেয়ে আনন্দের।

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ক্রিকিটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর আয়োজনে অল-স্টারস ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন শান্ত। সেখানেই তিনি ব্যস্ত সূচি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

আগামী বছর বাংলাদেশের সূচিতে অন্তত ১২টি টেস্ট রয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরও আছে। চলতি বছরে ছয়টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত, যার মধ্যে তিনটিতে জয় এসেছে।

সংবাদ সম্মেলনে তিনি দলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে শান্ত বলেন, 'আমার মনে হয় এ বছরটা ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ, সামগ্রিকভাবে খারাপ ছিল না। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারতাম। আমার অবশ্যই মনে হয়, বর্তমান দলটা দিয়ে আমরা আরও ভালো করতে পারতাম।'

টেস্টের পাশাপাশি সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে, অন্য সংস্করণেও আছে একাধিক ম্যাচ। তবু এত ব্যস্ত সূচি নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়কের।

'আগামী বছরে অনেক ম্যাচ আছে। আমরা সব সময়ই বেশি ম্যাচ খেলতে চাই, বিশেষ করে বেশি টেস্ট ম্যাচ। আপনি যে ব্যস্ত সূচির কথা বলছেন, সেটা নিয়ে আমি আসলে ভাবতে চাই না। কারণ আমরা শুধু টেস্ট নয়, সব সংস্করণেই আরও বেশি ম্যাচ চাই। খেলতে পারা নিজেই একটা আনন্দের বিষয়। পরিকল্পনা ধীরে ধীরে শুরু হয়ে গেছে, আর বিপিএল শেষ হলে বিষয়টা আরও পরিষ্কারভাবে এগোবে বলে আমি মনে করি,' বলেন শান্ত।