কিংসের জয়ের ধারা থামাতে পারবে মোহামেডান?
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) জমজমাট লড়াইয়ে শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে লিগের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস এবং শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। মৌসুমের প্রারম্ভিক চিত্র পাল্টে দেওয়ার মতো সম্ভাবনা থাকায় ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই।
সাদাকালোদের জন্য এই ম্যাচ কেবল তিন পয়েন্টের লড়াই নয়, বরং আধিপত্য বিস্তারকারী কিংসের বিপক্ষে প্রতিশোধের সুযোগ এবং শীর্ষে থাকা দলটির সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান কমানোর বড় সুযোগ।
গত মৌসুমে আলফাজ আহমেদের অধীনে অপ্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এবার কিছুটা ছন্দহীন। দুই জয়, দুই হার ও একটি ড্র নিয়ে তারা এখনও খুঁজছে সেই ধারাবাহিকতা, যা দিয়ে গত মৌসুমে টানা দুইবার কিংসকে হারিয়েছিল। স্কোয়াড দুর্বল হওয়া সত্ত্বেও আলফাজ আত্মবিশ্বাসী; যদিও ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনের অনুমতি না পাওয়া নিয়ে তিনি খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, বসুন্ধরা কিংস চলছে দুর্বার গতিতে। মৌসুম শুরুর ড্রয়ের পর মারিও গোমেজের দল টানা চার ম্যাচ জিতে প্রতিপক্ষের রক্ষণভাগকে ধ্বংস করে এগোচ্ছে। শেষ পাঁচ ম্যাচে তাদের গোল ১৬টি। দোরিয়েন্তেয়ন গোমেজ ও ফয়সাল আহমেদ ফাহিম এই দুই তারকা মিলে করেছেন ১১টি গোল, যা তাদের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে তুলেছে।
গত মৌসুমে কিংসের কঠিন প্রতিপক্ষ সোলায়মান দিয়াবাতে না থাকায় কিছুটা স্বস্তি পেলেও, মোহামেডানের নতুন ঘানিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং বিপজ্জনক হয়ে উঠেছেন, পাঁচ ম্যাচে চার গোল করে তিনি হয়ে উঠেছেন কিংসের জন্য সবচেয়ে বড় হুমকি।
লিগ ইতিহাসে কিংসকে নিয়মিত সমস্যায় ফেলা একমাত্র দল মোহামেডান, ১৩টি লিগ ম্যাচে তারা জিতেছে চারবার। সেই অতীত সাফল্যের শক্তিতে ভর করে এবারও কিংসের জয়রথ থামানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
এদিন লিগের ষষ্ঠ রাউন্ডে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, মুন্সিগঞ্জে রহমতগঞ্জ এমএফএস বনাম ফর্টিস এফসি এবং মানিকগঞ্জে আরামবাগ কেএস বনাম ব্রাদার্স ইউনিয়ন।