মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

By স্পোর্টস ডেস্ক
18 November 2025, 14:46 PM
UPDATED 18 November 2025, 21:19 PM

প্রথমার্ধের শেষ দিক কিংবা ম্যাচের শেষ সময়, বরাবরই শঙ্কা থাকে গোল হজম করার। তবে এদিন প্রথমার্ধের শেষটা ভালো করতে পেরেছে। তাতে শেখ মোরসালিনের দেওয়া গোলে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে প্রথমার্ধে এগিয়ে আছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রথমার্ধে শেষে ১-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একাদশ মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বাংলাদেশ।

পাল্টা আক্রমণ থেকে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ভারতের আকাশ মিশরাকে এড়িয়ে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ঢুকে যান রাকিব হোসেন। ডি-বক্সে আলতো করে ক্রস করেন। তখন বড় ভুলটা করে ফেলেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিং। এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে যান। ঠিক এই সময়ে ক্ষিপ্র গতিতে অনেকটা ছোবল মেরে আলতো টোকায় বলের দিক পাল্টে জালে পাঠান মোরসালিন।

২৭ মিনিটে ধাক্কা খায় বাংলাদেশ। চোট পেয়ে উঠে যেতে বাধ্য হন তারিক কাজী। বদলি হিসেবে মাঠে নামেন শাকিল আহাদ তপু। তার চার মিনিট পর গোলরক্ষক মিতুল মারমার ভুলে গোল প্রায় হজম করে ফেলেছিল বাংলাদেশ। ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছিলেন। ফাঁকায় পেয়ে ভালো শটও নিয়েছিলেন লালিয়ানজুয়ালা চাংতে। তবে অবিশ্বাস্য দক্ষতায় দারুণ এক হেডে বাংলাদেশকে বাঁচিয়ে দেন হামজা।