ইয়ামালকে অব্যাহতি দিল 'ক্ষুব্ধ' স্প্যানিশ ফেডারেশন

By স্পোর্টস ডেস্ক
11 November 2025, 13:39 PM

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো থেকে তরুণ তারকা লামিন ইয়ামালকে অব্যাহতি দিয়েছে স্পেন জাতীয় দল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

আরএফইএফ জানিয়েছে, সোমবার তারা জানতে পারে ১৮ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড নিজ উদ্যোগে ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা নিয়েছেন তাঁর পিউবিক অঞ্চলের ব্যথা নিরাময়ে। এ খবর শুনে জাতীয় দলের মেডিক্যাল টিম 'অবাক ও ক্ষুব্ধ' প্রতিক্রিয়া জানিয়েছে।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, 'সোমবার সকালে ইয়ামাল নিজে চিকিৎসা করান, কিন্তু জাতীয় দলের মেডিক্যাল টিমকে আগেভাগে কোনোভাবে জানানো হয়নি। সোমবার রাতেই আমরা বিষয়টি জানতে পারি একটি মেডিক্যাল রিপোর্টের মাধ্যমে।'

এই ধরনের চিকিৎসা নেওয়ার পর সাধারণত ৭ থেকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তাই খেলোয়াড়ের 'স্বাস্থ্য, নিরাপত্তা ও সুস্থতা' অগ্রাধিকার দিয়ে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, ইয়ামালকে চলতি স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল। এই কারণে গত অক্টোবরেও স্পেনের আগের বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি।

চার ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে স্পেন বর্তমানে গ্রুপ 'ই'-এর শীর্ষে রয়েছে। আগামী দুই ম্যাচে জয় পেলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে তারা।

লুইস দে লা ফুয়েন্তের দল শনিবার তিবিলিসিতে জর্জিয়ার মুখোমুখি হবে, এরপর ১৮ নভেম্বর সেভিয়ায় তুরস্কের বিপক্ষে খেলবে নিজেদের শেষ ম্যাচ।