জোড়া গোলের পর লাল কার্ডও পেলেন দিয়াজ, পিএসজিকে হারালো বায়ার্ন
লুইস দিয়াজ জোড়া গোল করার পর আশরাফ হাকিমিকে বাজে ট্যাকল করে দেখলেন লাল কার্ড। তবু দশজনের দল নিয়েও ব্যবধান ধরে রাখল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার প্যারিসে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মাঠে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে মৌসুমে তাদের অপরাজিত ধারাকে ধরে রাখল তারা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াজ পার্ক দে প্রিন্সে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর পিএসজির ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে ৩২ মিনিটে আবারও জালে বল জড়ান তিনি।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাকিমির ওপর অযথা ট্যাকল করে লাল কার্ড দেখেন সাবেক লিভারপুল তারকা দিয়াজ। সেই ফাউলে চোট পেয়ে কান্নায় ভেঙে পড়েন মরক্কোর এই ডিফেন্ডার এবং মাঠ ছাড়তে হয় তাকে।
পরে পিএসজির পক্ষে জোয়াও নেভেস একটি গোল শোধ করলেও ১০ জনের বায়ার্ন দ্বিতীয়ার্ধে দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে। হ্যারি কেইন এই ম্যাচে গোল না করলেও তার দল জয় ধরে রাখে।
হাকিমির চোট পিএসজির জন্য বড় ধাক্কা—কারণ তার আক্রমণাত্মক খেলার অভাবে দলটির ছন্দ নষ্ট হয়।
এই জয়ে বায়ার্নের দুর্দান্ত মৌসুম আরও জ্বলজ্বল করছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ১৬ জয়, আর চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে চার জয়ে—আর্সেনালের সঙ্গে যারা এখন পর্যন্ত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে।
ম্যাচের শুরুতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় জার্মান জায়ান্টরা। মাইকেল ওলিসের শট ঠেকান পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়ার, কিন্তু ফিরতি বল জালে জড়ান দিয়াজ।
প্রথমার্ধে পিএসজি তেমন সুযোগ তৈরি করতে পারেনি। এক পর্যায়ে মনে হয়েছিল তারা সমতা ফেরাতে পেরেছে, তবে ফাবিয়ান রুইজের শট জালে জড়ালেও অফসাইডে তা বাতিল হয়।
৩০ মিনিটের কাছাকাছি সময়ে দারুণ উত্তেজনা তৈরি হয়—ব্র্যাডলি বারকোলা কাছ থেকে এক শট নেন, পরে সার্জ গনাব্রির শট দুই পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।
তারপরই ৩২ মিনিটে মার্কিনিউসের ভুলে বল কেড়ে নিয়ে দিয়াজ নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোলটি করেন।
বিরতির ঠিক আগে দিয়াজের বেপরোয়া ট্যাকলে হাকিমি পড়ে যান এবং তার বাম গোড়ালি মচকে যায়। হাকিমিকে কান্নায় ভেঙে পড়া অবস্থায় মাঠ থেকে তুলে নেওয়া হয়। প্রথমে দিয়াজকে হলুদ কার্ড দেখান রেফারি, পরে ভিএআরের রিভিউ দেখে তা লাল কার্ডে পরিণত করা হয়।
দ্বিতীয়ার্ধে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেও পিএসজি খুব একটা সুবিধা করতে পারেনি।