ফের ইয়াশিন ট্রফি জিতে এমিলিয়ানোর কীর্তিতে ভাগ বসালেন দোন্নারুম্মা

By স্পোর্টস ডেস্ক
22 September 2025, 20:32 PM
UPDATED 23 September 2025, 03:14 AM

পিএসজি থেকে বিদায়টা সুখকর না হলেও ফরাসি ক্লাবটির হয়ে অসাধারণ একটি মৌসুম কাটানোর স্বীকৃতি মিলল জিয়ানলুইজি দোন্নারুম্মার। পাশাপাশি তিনি ভাগ বসালেন এমিলিয়ানো মার্তিনেজের কীর্তিতে। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুবার ইয়াশিন ট্রফি জিতলেন ইতালিয়ান তারকা।

প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে ২০২৫ সালের ব্যালন ডি'অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ২৬ বছর বয়সী দোন্নারুম্মা জিতেছেন ইয়াশিন ট্রফি। পুরস্কারটির নামকরণ হয়েছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার এটি। ২০১৯ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো টানা দুবার ইয়াশিন ট্রফি জেতেন ২০২৩ ও ২০২৪ সালে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলা দোন্নারুমা এর আগে বর্ষসেরা হয়েছিলেন ২০২১ সালে।

গত মৌসুমে পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা জয়ে দোন্নারুম্মা রাখেন দারুণ ভূমিকা। ক্লাব পর্যায়ে মোট চারটি ট্রফি উঁচিয়ে ধরেন। আরও জেতেন লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ। এছাড়া, ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে রানার্সআপ হয় প্যারিসিয়ানরা।

প্রথমবার ইয়াশিন ট্রফি জিতেছিলেন ব্রাজিলের আলিসন। পরের বছর করোনাভাইরাস মহামারীর কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বেলজিয়ামের থিবো কোর্তোয়ার হাতে এই সম্মাননা উঠেছিল ২০২২ সালে।

মেয়েদের বিভাগে ইয়াশিন ট্রফি জিতেছেন প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসির ২৪ বছর বয়সী ইংলিশ গোলরক্ষক হ্যানা হ্যাম্পটন। গত জুলাইয়ে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ইউরো জয়ে বড় অবদান ছিল তার।