ছবিতে: সাগরিকার নৈপুণ্যে আবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

By স্পোর্টস ডেস্ক
21 July 2025, 16:05 PM
UPDATED 22 July 2025, 00:17 AM

ছয় ম্যাচের সবকটিতে জিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সোমবার কিংস অ্যারেনায় অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলে নেপালকে গুঁড়িয়ে দিয়েছে তারা। পুরোটা সময় প্রতিপক্ষকে তটস্থ করে রাখা মোসাম্মৎ সাগরিকা অসাধারণ নৈপুণ্যে করেন হ্যাটট্রিকসহ চার গোল।

রাউন্ড রবিন পদ্ধতির আসরে অপরাজিত থেকে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা ধরে রাখল পিটার বাটলারের শিষ্যরা। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নেপাল। তৃতীয় হওয়া ভুটানের অর্জন ৬ পয়েন্ট। তলানিতে থাকা শ্রীলঙ্কা খুলতে পারেনি পয়েন্টের খাতা।

২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বয়সভিত্তিক প্রতিযোগিতাটি। খেলা হয়ে থাকে অনূর্ধ্ব-১৮ কিংবা অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২০ পর্যায়ে। এই নিয়ে ছয়টি আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল। এর আগে ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে এককভাবে এবং সবশেষ গত বছর ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল। শুধু ২০২২ সালের আসরে ভারতের হেরে রানার্সআপ হয়েছিল  লাল-সবুজের প্রতিনিধিরা।