রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ শুরু সোমবার
দেশের স্বনামধন্য ৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সোমবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে চলেছে। মিডিয়া অঙ্গনের এই মর্যাদাপূর্ণ শিরোপার জন্য দলগুলো একে অপরের বিপক্ষে লড়াই করবে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ও এসিই ডেভেলপার্সের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টটি কর্মরত সাংবাদিকদের জন্য একটি বার্ষিক ক্রীড়া ইভেন্ট। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নাবিল গ্রুপ, একমি ও ইস্পাহানি।
রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত জার্সি উন্মোচন ও গ্রুপিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। তিনি বলেন, 'আমার কাছে মনে হয়, সাংবাদিকদের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ। খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আমি আশা করি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব।'
নকআউট ভিত্তিতে টুর্নামেন্টটি পাঁচ দিন ধরে চলবে। সব খেলা হবে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম বলেন, 'এই টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন, নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টটির সাফল্য কামনা করছি এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানাচ্ছি।'
বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, 'বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো। আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ। তারা আমাদের পাশে না থাকলে ও সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই টুর্নামেন্ট মাঠে গড়ানো সম্ভব হতো না।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির ভাইস-চেয়ারম্যান মোখসেদুল কামাল, একমি লিমিটেডের কনজিউমার প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার আলি রেজা, বিএসজেএর সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন ও বিএসজেএর যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের।
উদ্বোধনী দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন বনাম দৈনিক মানবজমিন, সময় টিভি বনাম দৈনিক নয়া দিগন্ত, এটিএন বাংলা বনাম ক্রিকফ্রেঞ্জি, জাগো নিউজ বনাম ডিবিসি, চ্যানেল আই বনাম দৈনিক কালবেলা, টি স্পোর্টস বনাম দৈনিক কালের কন্ঠ, দ্য ডেইলি সান বনাম দৈনিক দেশ রূপান্তর ও দ্য ডেইলি স্টার বনাম দৈনিক ইনকিলাব।