মিরপুর স্টেডিয়ামের বাইরে পদত্যাগী উপদেষ্টা আসিফের বিরুদ্ধে বিক্ষোভ
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার দুপুরে হুট করেই তৈরি হয় উত্তেজনা, চারপাশ মুখরিত হয়ে উঠে স্লোগানে। স্টেডিয়ামের চারপাশে জড়ো হওয়া জনতা জোরালো স্লোগান দিতে থাকে পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি জানায় তারা।
'আসিফের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না', 'সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও'- এরকম স্লোগান আসতে থাকে বিক্ষুব্ধদের কাছ থেকে।
স্টেডিয়ামের সামনে জমায়েত হওয়া জনতা সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফের সম্পদের হিসাবের দাবি তুলে। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আসিফের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তের দাবি জানায়। তাদের দাবির আওয়াজ যত বাড়তে থাকে, ততই দৃশ্যমান হয় কঠোর নিরাপত্তা। পরে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালকের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়ামের ভেতরে মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। একই সঙ্গে বাইরে ও আশপাশের সড়কগুলোতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্টেডিয়ামে প্রবেশের সময় গেট এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। সেই সময়ও বাইরে জনতার স্লোগান চলতে থাকে অব্যাহতভাবে। তারা বিসিবির সহ-সভাপতি ও পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধেও স্লোগান দেয়।