আইপিএল নিলাম: কোন দল কত টাকা খরচ করতে পারবে

By স্পোর্টস ডেস্ক
16 November 2025, 01:15 AM
UPDATED 16 November 2025, 14:16 PM

২০২৬ সালের আইপিএলকে সামনে রেখে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। এর আগে গতকাল শনিবার ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষদিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। এছাড়া, ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতোমধ্যে দলবদল করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন দল পাবেন। সেখানে ভারতের বাইরের হতে পারবেন সর্বোচ্চ ৩১ জন। ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি।

আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড়দের জন্য। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। এদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ আটজন।

নিলামে কোন দল কত টাকা খরচ করতে পারবে
ফ্র্যাঞ্চাইজি টাকা (ভারতীয় রুপি)
চেন্নাই সুপার কিংস ৪৩ কোটি ৪০ লাখ
দিল্লি ক্যাপিটালস ২১ কোটি ৮০ লাখ
গুজরাট টাইটান্স ১২ কোটি ৯০ লাখ
কলকাতা নাইট রাইডার্স ৬৪ কোটি ৩০ লাখ
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২২ কোটি ৯৫ লাখ
মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি ৭৫ লাখ
পাঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লাখ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ কোটি ৪০ লাখ
রাজস্থান রয়্যালস ১৬ কোটি ৫ লাখ
সানরাইজার্স হায়দরাবাদ ২৫ কোটি ৫০ লাখ

আসন্ন নিলামের আগে পকেট সবচেয়ে ভারী রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (৬৪ কোটি ৩০ লাখ রুপি)। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স (২ কোটি ৭৫ লাখ রুপি)।

সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারকে (২১ জন) ধরে রেখেছে পাঞ্জাব কিংস। মুম্বাই ও গুজরাট টাইটান্সের স্কোয়াডে আছে ২০ জন করে খেলোয়াড়। সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটারকে (১২ জন) ধরে রেখেছে কলকাতা।

স্কোয়াড বিষয়ক খুঁটিনাটি
ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা মোট খেলোয়াড় ধরে রাখা বিদেশি খেলোয়াড়

নিলাম থেকে ক্রয়যোগ্য সর্বোচ্চ খেলোয়াড়

নিলাম থেকে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড়
চেন্নাই ১৬
দিল্লি ১৭
গুজরাট ২০
কলকাতা ১২ ১৩
লক্ষ্ণৌ ১৯
মুম্বাই ২০
পাঞ্জাব ২১
বেঙ্গালুরু ১৭
রাজস্থান ১৬
হায়দরাবাদ ১৫ ১০