এবারও আইপিএলের নিলাম হবে না ভারতে: যা জানা দরকার

By স্পোর্টস ডেস্ক
14 November 2025, 11:29 AM

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ফলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির নিলাম হতে যাচ্ছে বিদেশের মাটিতে।

আসন্ন নিলামের দিনক্ষণ গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এই নিয়ে টানা তৃতীয় বছরের মতো প্রতিযোগিতাটির খেলোয়াড় কেনার আয়োজন হতে যাচ্ছে ভারতের বাইরে।

২০২৪ আইপিএলকে সামনে রেখে প্রথমবার বিদেশের মাটিতে হয়েছিল নিলাম। সেবার ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সবশেষ আসরের আগে দুইদিনব্যাপী মেগা নিলাম জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে।

এবারের নিলামটি হবে এক দিনের মিনি নিলাম। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ২০২৫ আইপিএলের স্কোয়াড থেকে কোন ক্রিকেটারদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে তা চূড়ান্ত করতে হবে। আর সেই তালিকা জমা দিতে হবে আগামীকাল ভারতের স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে।

ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এরপর নিলামে অংশ নেওয়ার জন্য নিবন্ধিত খেলোয়াড়দের একটি তালিকা পাঠানো হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। সেখান থেকে প্রতিটি দল নিজেদের পছন্দ অনুসারে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। শেষ ধাপে ওই তালিকাগুলো থেকে যাচাই-বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।

'ট্রেডিং উইন্ডো' নিলামের এক সপ্তাহ আগে বন্ধ হয়ে যাবে। নিলামের পর আবার তা চালু হয়ে ২০২৬ আইপিএল শুরু হওয়ার এক মাস আগ পর্যন্ত খোলা থাকবে। তবে আসন্ন নিলামে যেসব খেলোয়াড়কে কেনা হবে, তাদের 'ট্রেড' (দুটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলোয়াড় অদলবদল বা নগদ অর্থে কোনো দল থেকে খেলোয়াড় কেনা) করা যাবে না।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাঁচটি দলের মধ্যে এখন পর্যন্ত চারটি 'ট্রেড' সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে আইপিএলের ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদল— রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দিয়ে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

লখনউ সুপার জায়ান্টস থেকে ২ কোটি রুপিতে শার্দুল ঠাকুর ও গুজরাট টাইটান্স থেকে ২ কোটি ৬০ লাখ রুপিতে শেরফেন রাদারফোর্ডকে টেনেছে পাঁচবার শিরোপাজয়ী আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। আর মুম্বাই থেকে অর্জুন টেন্ডুলকারকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে নিয়েছে লখনউ।

আইপিএলের আগামী আসর ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।