আইসিসি সভায় এশিয়া কাপ ট্রফির ইস্যুতে ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ আলোচনা 

By স্পোর্টস ডেস্ক
8 November 2025, 09:31 AM

দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বৈঠকে হাজির হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি যোগ দেবেন কিনা তা নিয়ে ছিলো সংশয়। শেষ পর্যন্ত তিনি যোগ দিয়েছেন তবে শঙ্কা অনুযায়ী তেমন কোন উত্তেজনা ঘটেনি। এশিয়া কাপের ট্রফি নিয়ে চলমান জটিলতার অবসান ঘটাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে আসেন নাকভি।  আইসিসি বোর্ডের বৈঠকে এশিয়া কাপের ট্রফি ইস্যুটি উঠে এলে শুরু হয় আলোচনা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, বৈঠকে উত্তেজনার বদলে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যদিও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) স্পষ্টভাবে তাদের দাবি তুলে ধরে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক দেবজিত সাইকিয়া। তিনি জানান, 'এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান হিসেবে নাকভির কাছে থাকা ট্রফিটি ভারতের, ভারতীয় দল ও বিসিসিআইয়ের প্রাপ্য। সেটি অবিলম্বে ফেরত দিতে হবে।'

বৈঠকের আলোচনাটি ছিল মূলত অনানুষ্ঠানিক। বোর্ড সদস্যদের মাঝে আলাপচারিতার এক পর্যায়ে বিষয়টি ওঠে আসে। প্রয়োজন হলে এ নিয়ে একটি কমিটি গঠনের সম্ভাবনাও রয়েছে, যদিও শুক্রবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

বিসিসিআইয়ের অবস্থান স্পষ্ট—ট্রফিটি দ্রুত ভারতের হাতে ফিরিয়ে দিতে হবে। বর্তমানে রুপার তৈরি ওই ট্রফিটি দুবাইয়ের এসিসি অফিসে বন্ধ রাখা আছে। সূত্র জানায়, এসিসি সভাপতি নাকভির নির্দেশ রয়েছে যে, তার অনুমতি ছাড়া এটি কোথাও সরানো যাবে না।

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। নাকভির কাছ থেকে ট্রফি তিনি চায়নি ভারত, তারা চেয়েছিলো অন্য কোন অতিথি যেন তা বুঝিয়ে দেন। কিন্তু নাকভি তাতে রাজী না হয়ে ট্রফি না দিয়েই অনুষ্ঠান শেষ করে চলে যান।  এখনো সেই ট্রফি ভারতের হাতে না পৌঁছানোয় বিশ্ব ক্রিকেট প্রশাসকদের সমালোচনার মুখে পড়েছেন নাকভি, যিনি একইসঙ্গে পাকিস্তান সরকারের মন্ত্রীও।

সাইকিয়া বা বিসিসিআইয়ের অন্য কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া না গেলেও জানা গেছে, আইসিসি বোর্ড সদস্যদের মধ্যে একমত হয়েছে যে বিষয়টি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা উচিত।