সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজ শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন বলে নিশ্চিত করেছে বোর্ড সূত্র।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে সালাউদ্দিন তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, 'তিনি (সালাউদ্দিন) আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা বিষয়টি গ্রহণ করেছি এবং সিরিজ শেষে তার দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করব।'
গত বছর নভেম্বর মাসে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলে সহকারী ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন। এরপর ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সালাউদ্দিনকে দীর্ঘদিন ধরে একজন অভিজ্ঞ ও কার্যকর কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেশের অনেক শীর্ষ ক্রিকেটারের পারফরম্যান্স উন্নতিতে সরাসরি অবদান রেখেছেন। তবে এবার তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা বিসিবির কোচিং কাঠামোয় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মূলত দুই দিন আগেই বিসিবি ঘোষণা দেয়, আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। এই নিয়োগের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন ছড়ায়, যা বুধবার এসে কার্যকর হয়।