তানজিদের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

By স্পোর্টস ডেস্ক
31 October 2025, 13:40 PM
UPDATED 31 October 2025, 19:59 PM

ক্যারিবিয়ান ফিল্ডারদের বদান্যতায় এক প্রান্তে লড়াইটা প্রায় শেষ পর্যন্ত চালিয়ে গেলেন তানজিদ হাসান তামিম। একাধিক জীবন পেয়ে খেলেন ঝড়ো ইনিংস। কিন্তু অপর প্রান্তে যথারীতি ব্যাটারদের আসা যাওয়া ছিল নিয়মিত। কেবল সাইফ হাসানই কিছুটা সঙ্গ দিলেন। তাতে কোনো মতে লড়াইয়ের পুঁজি মিলেছে বাংলাদেশের।

শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মূল লড়াইটা এক অর্থে একাই করেন তানজিদ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করলেও খেলেন ৮৯ রানের ইনিংস। ৬২ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ৪টি ছক্কায়। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল সাইফ। তার সংগ্রহ ২৩ রান। তৃতীয় এ দুই ব্যাটার গড়েন ৬৩ রানের জুটি।

তবে এদিন বেশ কয়েকটি জীবন পেয়েছেন তানজিদ। ব্যক্তিগত ১২ রানে তানজিদ জীবন পান হোল্ডারের হাতে। মিডঅফে একেবারে সহজ ক্যাচ ছাড়েন তিনি। এরপর ব্যক্তিগত ৫৭ রানে পান রভম্যান পাওয়েলের হাতে। ৬৬ রানে অবশ্য একটি দুরূহ ক্যাচ দিয়েছিলেন। সেটাও ধরতে পারেননি পাওয়েল। শেষ পর্যন্ত রোমারিও সেফার্ডের শিকার হন তিনি।

ম্যাচের শেষ দিকে আলো কাড়েন আগের ম্যাচের সেরা রোমারিও। তুলে নেন হ্যাটট্রিক। ১৮তম ওভারের শেষ বলে নুরুল হাসানকে তুলে নেওয়ার পর শেষ ওভারের প্রথম দুই বলে তানজিদ ও শরিফুল ইসলামকে তুলে নিয়ে ক্যারিবিয়ানদের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এই পেসার।