৪ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। আগের দুই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করেছিল টাইগাররা।
শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম দুই ম্যাচ হেরে এরমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
এই ম্যাচে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মোট পরিবর্তন চারটি। শেষ দুই ম্যাচে বাজে পারফর্ম করা শামিম হোসেন পাটোয়ারি ও তাওহিদ হৃদয় বাদ পড়েছেন একাদশ থেকে। তবে টিকে গেছেন জাকের আলী। এছাড়াও বাদ দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে।
একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। এদের মধ্যে সোহান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দলে ছিলেন। বাকি তিনজন এদিনই প্রথম খেলছেন এই সিরিজে।
অন্যদিকে সিরিজ নিশ্চিত হওয়ায় তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। আগের দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেলতে নামা দলটি এদিন বাদ দিয়েছে নিয়মিত অধিনায়ক শেই হোপকে। তার জায়গায় টস করতে আসেন রোস্টন চেজ। এছাড়া বাদ পড়েছেন শেরফাইন রাদারফোর্ড ও জেডন সিলস। তাদের জায়গায় দলে ঢুকেছেন আকিম অগাস্ট, গুডাকেশ মোটি ও আমির জাঙ্গু।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, গুডাকেশ মোটি, খেরে পিয়েরে, আমির জাঙ্গু।