হংকং সিক্স-এ সাইডে বাংলাদেশের নেতৃত্বে আকবর আলি

By স্পোর্টস ডেস্ক
29 October 2025, 09:07 AM
UPDATED 29 October 2025, 16:14 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন হংকং সিক্সাসের আসন্ন আসরের জন্য দল ঘোষণা করেছে। টুর্নামেন্টটি আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কোয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ এখনো পর্যন্ত হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি, তবে গত বছর চমৎকার পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল। এবার তারা আরও দূর এগোনোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার ব্যাটার আকবর আলি। অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি আবারও দলে ফিরেছেন, তিনি গত বছরের আসরেও খেলেছিলেন। আক্রমণাত্মক ওপেনার জিশান আলমও নিজের জায়গা ধরে রেখেছেন; গত বছর দুর্দান্ত পারফরম্যান্সে তিনি চার ম্যাচে ১৫২ রান করেছিলেন ৭৬ গড়ে, পাশাপাশি নিয়েছিলেন ছয়টি উইকেট।

দলে আছেন আরও এক পরিচিত মুখ মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি গত বছরও স্কোয়াডের অংশ ছিলেন এবং চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দলের গভীরতা বাড়িয়েছেন। দল সম্পূর্ণ করেছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।