৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

By স্টার অনলাইন ডেস্ক
20 March 2023, 17:27 PM
UPDATED 20 March 2023, 23:54 PM

মিডিয়া মুঘল বলে খ্যাত রুপার্ট মারডক তার সঙ্গী লেসলি স্মিথের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। 

গত সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৬৬ বছর বয়সী মিসেস স্মিথের সঙ্গে দেখা হয় ৯২ বছর বয়সী মারডকের। 

মারডক নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, (যেটি তার নিজের প্রকাশনাগুলোর মধ্যে একটি) 'আমি প্রেমে পড়তে ভয় পেতাম, তবে জানতাম, এটিই শেষবার। আরও ভালো কিছু হতে যাচ্ছে। আমি খুব খুশি।'

গত বছর চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

সেন্ট প্যাট্রিক দিবসে মিসেস স্মিথকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে জানান মারডক।

মিসেস স্মিথের প্রয়াত স্বামী ছিলেন চেস্টার স্মিথ। যিনি একজন গায়ক এবং রেডিও-টিভি এক্সিকিউটিভ।

নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, 'আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের উপহার। গত সেপ্টেম্বরে আমাদের দেখা হয়েছিল।'

'আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন... আমার ও রুপার্টের একই ধরনের বিশ্বাস রয়েছে।'

গ্রীষ্মের শেষে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এই দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যে সময় কাটাবেন।

মিস্টার মারডক এর আগে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।